প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:১৭:৩১ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আইনজীবী নেতারা।এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন,এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে আইনজীবী নেতারা বলেন,“রাজিব আহসান একজন পরিচ্ছন্ন,সৎ ও জনবান্ধব প্রার্থী।তিনি নির্বাচিত হলে হিজলা-মেহেন্দিগঞ্জের সার্বিক উন্নয়ন,ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।” পেশাজীবী হিসেবে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা তাঁর পক্ষে মাঠে নেমেছেন বলেও জানান তারা।
স্থানীয় ভোটাররা বলেন,আইনজীবীদের সরাসরি নির্বাচনী মাঠে অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এবং ভোটারদের আগ্রহ বাড়ছে।
















