প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ২:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।।বরিশালের উপজেলার বিভিন্ন এলাকায় চোর,ডাকাত ও মাদকের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, প্রায়ই কোথাও না কোথাও চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় গ্রামের হাট বাজার ও বসতঘরে, নদী ও খালে রাখা ট্রলার এবং জাহাজে চুরি এবং ডাকাতি মতো ঘটনা অহরহ ঘটে বলে দাবী এলাকাবাসীর।চোর চক্রের ধারাবাহিক চুরির ঘটনায় ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামবাসী রাতে বসিয়েছে পাহারা।সন্ধ্যার পর থেকে সারারাত পাহারা দেয় কেউ কেউ ।
ভুক্তভোগীদের অভিযোগ চোর চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগও করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।বাধ্য হয়ে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সিন্নিরচর গ্রামের প্রায় ২ শতাধিক পুরুষ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী মতিউর রহমান মাতব্বর,মোসলেম উদ্দিন মুসা বয়াতি, ইউপি সদস্য আঃ রাজ্জাক মাল,ফারুক চৌকিদার, কবির হাওলাদার,মালেক মোল্লা,অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম।ওই গ্রামে সম্প্রতি চুরি হয়,সিন্নিরচর বাজারে অবস্থিত ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের মুদি দোকানে,শফি বয়াতির দোকানে,শুক্কর হাওলাদার এর একটি গরু চুরি হয়ে যায়,শাহীন চৌকিদারের গরু চুরির চেষ্টা,আজিজুল কাজীর ট্রলারের ইঞ্জিন চুরিসহ বেশ কয়েকটি ঘটনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
ইউএনও এবং ওসির নিকট স্মারকলিপি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ কাদের ফরাজি।



















