সারাদেশ

মেহেন্দিগঞ্জে গণসংযোগে ব্যস্ত ধানের শীষের প্রার্থী রাজিব আহসান

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৩:১০:০৩ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জে গণসংযোগে ব্যস্ত ধানের শীষের প্রার্থী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসান।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি দ্বারপ্রান্তে দ্বারপ্রান্তে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করছেন।

গণসংযোগকালে রাজিব আহসান সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের পরিবার-পরিজনের খোঁজখবর নেন।স্থানীয়দের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তিনি গুরুত্বসহকারে শুনছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সময় তিনি জনগণের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রাজিব আহসানের এমন সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে।সাধারণ ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি নিজের নির্বাচনী বার্তা তুলে ধরছেন।

আরও খবর

Sponsered content