রাজনীতি

মেহেন্দিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৪:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের আগামী ২৩ শে নভেম্বর-২০২২ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মেহেন্দিগঞ্জে শুভ আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে থেকে বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এদিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেন্দিগঞ্জে শুভ আগমন উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জে সর্বত্র এখন সাজসাজ রব। ইতিমধ্যে নেতাকর্মীরা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে পাতারহাট বন্দরসহ মেহেন্দিগঞ্জের সর্বত্র পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মান করেছেন। দীর্ঘদিন পরে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেন্দিগঞ্জে আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীরা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আরও খবর

Sponsered content