সারাদেশ

মেহেন্দিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অপারেশনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৩:৪৭:০৪ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অপারেশনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় ‘ডেভিল হান্ট’ অপারেশনের সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মীরকে গ্রেফতার করেছে পুলিশ।

কাজীরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ও সহযোগী ফোর্স বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহে আলম মীর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নবিউল হাসান জানিয়েছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান,শাহে আলম মীরকে থানার বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content