প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:৩৯:২৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীতে একটি বিতর্কিত ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার দুই দিন পর হালদার গ্রুপের চেয়ারম্যান সাগর দেওয়ানকে আটক করা হয়েছে।ভিডিওতে দেখা যায়,তিনি একজন ডি এম পি পুলিশের সার্জেন্টকে আঙুল উঁচু করে হুমকি দিচ্ছেন এবং তার কাছে মব তৈরি করে বাইকের কাগজ চাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা যায়,সাগর দেওয়ান মূলত জমি ব্যবসায়ী এবং একটি নিশান জীপ ব্যবহার করতেন যার কাগজপত্র মেয়াদোত্তীর্ণ ছিল।ডি এম পি-এর একজন সার্জেন্ট বিষয়টি খুঁজে দেখতে কাগজপত্র যাচাই করে এবং মামলা দায়ের করেন।ক্ষিপ্ত হয়ে সাগর দেওয়ান সার্জেন্টকে একা পেয়ে লাঞ্ছিত করেন এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন।পরবর্তীতে ফেসবুকে লাইভে এসে পুনরায় হুমকি দেন।
ডি এম পি’র কর্মকর্তারা বিষয়টি নজরে আনার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান।
ডি এম পি’র তরফে বলা হয়েছে,এই ঘটনার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে,কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিশেষ ম্যাজিস্ট্রেটরা দেশের আটটি বিভাগে সংক্ষিপ্ত কোর্ট পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করছেন।
সামাজিক ও প্রশাসনিক পর্যবেক্ষণে দেখা গেছে,প্রভাবশালী বা ক্ষমতাধারী ব্যক্তি মনে করেও আইন ও শৃঙ্খলা উপেক্ষা করতে পারবে না।এমন আচরণ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।













