সারাদেশ

মেয়র আনিসুল হক সড়ক নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে!

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়ক নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেছেন,রেললাইনের পরপরই লেগুনার স্টেশন করা হয়েছে।আমি আসার কারণে ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলেছে।যদিও অনেকে রাস্তা ওপর ট্রাক রেখে দিব্বি চলে গেছে।সত্যি কথা বলতে হয়,এ সড়কটি নিয়ে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে।জাস্ট টম এন্ড জেরি।আমি আসলে চলে যাচ্ছে, পুলিশ আসলে চলে যাচ্ছে;পরে আবারও এসে রাস্তা দখল করছে,আবার চলে আসছে।এটা বাস্তব সত্য চিত্র।

বুধবার তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে অভিযান শেষে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

সড়কটি দখলমুক্ত করতে প্রায়ই অভিযান চালানো হয় জানিয়ে মেয়র বলেন,এখানে আমরা প্রায়ই অভিযান চালাই।কিন্তু তার দুদিন পরই দখল হয়ে যায়।ট্রাকের মালিকরা বলছেন, জায়গা দেই না কেন?আমি বলেছি,আমি যেটা চাই,আগে সেটা করবেন। আমি চাই জনগণের কোনো যেন ভোগান্তি না থাকে। এর জন্য রাস্তার দুই পাশে কোনো ধরনের ট্রাক দাঁড়িয়ে থাকতে পারবে না।

সড়কটি দখলমুক্ত রাখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলেও জানান আতিকুল ইসলাম।তিনি বলেন, পুলিশের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করতে চাচ্ছি। এখানে মালিক সমিতির প্রতিনিধি থাকবে,ট্রাক শ্রমিক প্রতিনিধি থাকবে,পুলিশ থাকবে,কাউন্সিলর থাকবে, আরেকজন প্রতিনিধি থাকবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares