প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৩:৫০:৫১ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি।।বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী Shakib Al Jannat (ইভা) বর্তমানে জীবনের সঙ্গে মৃত্যুর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন।এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে,বরগুনার ২নং গৌরীচন্না ইউনিয়নে রিকশায় চলাচলের সময় ইভার বোরকা ও ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।এতে মাথায় মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে ইতোমধ্যে তার মাথায় একটি অস্ত্রোপচার করা হলেও আশানুরূপ উন্নতি হয়নি।বর্তমানে আরও একটি বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রয়োজন,যার জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার। অপারেশন করা অংশটি পুনরায় ফুলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইভার পরিবার জানিয়েছে,উন্নত চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো আর্থিক সক্ষমতা তাদের নেই।তাই মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন।
সহযোগিতা করতে আগ্রহীরা নিম্নোক্ত নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন—
📱 নগদ (পারসোনাল): 01789208395
📱 বিকাশ (পারসোনাল): 01602604394
এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা বলেন, “ইভা আমাদের সবার বোন।সম্মিলিত সহায়তা ও দোয়াই পারে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।”
















