প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৫ , ৬:৩২:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশকে লাল তালিকায় রেখেছে বিশ্বব্যাংক।প্রায় দুই বছর ধরে বাংলাদেশ এই তালিকায় অবস্থান করছে।সম্প্রতি বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে উঠে আসে,বাংলাদেশে টানা ১০ মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের বেশি।১০ মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামে।
বাংলাদেশের পাশাপাশি আরও ১৪টি দেশ লাল তালিকায় রয়েছে।সব মিলিয়ে ১৭২টি দেশের খাদ্য মূল্যস্ফীতির তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে,২০২৪ সালের এপ্রিল মাসের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ।

















