অপরাধ-আইন-আদালত

মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের ভাড়াটে মোহাম্মদ আলীকে (২৮)।

পুলিশের তদন্তে জানা গেছে,মোহাম্মদ আলীকে বিরক্ত করছিলো আমেনার উচ্চ শব্দে মুঠোফোন ব্যবহার ও মেয়ের সঙ্গে চিৎকার–চেঁচামেচি। ১৯ জানুয়ারি সকালে তিনি ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরা দিয়ে প্রথমে আমেনাকে,পরে মেয়েকে আঘাত করে হত্যা করেন।

ঘটনার পর মোহাম্মদ আলী গোপন হয়েছিলেন।পুলিশ বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে তাকে গজারিয়ার পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আরও খবর

Sponsered content