জাতীয়

মিসরের রাষ্ট্রদূতের পদত্যাগ দাবি

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৪:৪৫:০৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মিসরের রাষ্ট্রদূত সামিনা নাজের পদত্যাগ দাবি জানিয়েছে মিসরস্থ প্রবাসীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানিজেশন।বুধবার (২১ আগস্ট) সরকার কর্তৃক বরাদ্দ বিভিন্ন অনুষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করা হয়।

তবে একইসাথে বাংলাদেশ দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমকে চলমান রাখার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতারা।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মিসর প্রবাসী কমিউনিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি রেদওয়ানুল্লাহ রিয়াদ জানান,এর আগেও বাংলাদেশ দূতাবাসে অনেক রাষ্ট্রদূত এসেছে।পরিবর্তন হয়েছে সরকারি দায়িত্ব।কেউ ভালোভাবে পালন করেছে।আবার কারো গাফিলতিও ছিল। তবে এবারের রাষ্ট্রদূত চরম পর্যায়ের গাফলতি ও দুর্নীতিতে অভিযুক্ত।এসব দুর্নীতি আমাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় দূতাবাসের চিঠি আটকে রাখাই আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ছাত্র-সমাজসহ প্রবাসীরা জোর দাবি তুলে অন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়েছে,সরকার যেন দ্রুত মিসরের রাষ্ট্রদূত সামিনা নাজের নিয়োগ বাতিল করে সৎ, যোগ্য কাউকে নিয়োগ দিয়ে প্রবাসীদের দাবি মেনে নেয়। এছাড়া ছাত্রদের স্বার্থে কাজ করবে এমন কাউকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়।

আরও খবর

Sponsered content