রাজনীতি

মিরপুরে শিবিরের বিজয় দিবসের র্যালী থেকে আটক ১১ শিবিরকর্মী

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ২:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।র‍্যালির শেষ পর্যায়ে পুলিশ, ছাত্র-যুবলীগ যৌথভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির।এতে ১০ জন আহত হয়েছেন ও ১১ জনকে আটক করে পুলিশ নিয়ে গেছে বলেও দাবি করা হয়।

রাজধানীর মিরপুর-১০-এ ৫৩ তম বিজয় দিবসে শিবিরের বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা.সাদেক আব্দুল্লাহ,কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি এম এ জামান ও সেক্রেটারি সালাহ উদ্দীন।

৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।

রাজধানীর রামপুরায় ৫৩ তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।

আরও খবর

Sponsered content