অপরাধ-আইন-আদালত

মাত্র সাড়ে তিন ঘণ্টায় মোবাইল ট্র্যাকিং করে ভিকটিমকে উদ্ধার

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ৫:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ

মহিপুর(পটুয়াখালী)প্রতিনিধি।।মোবাইল ট্র্যাকিং করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পুলিশের চেষ্টা ও সফলতার মাঝেই রয়েছে বন্ধন।যশোর কোতোয়ালী মডেল থানার একটি মেয়ে হারানো জিডির বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহোদয়কে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করা হয়।

তথ্য প্রযুক্তির মাধ্যমে সর্বশেষ লোকেশন মহিপুর থানা এলাকায়।মহিপুর থানার অফিসার ইনচার্জ, এসআই(নিঃ) মোঃ রাসেল সরদার’কে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর এসআই(নিঃ) মোঃ রাসেল সরদার ফোর্সসহ আজ সোমবার (২৩ জানুয়ারি ২০২৩) ১.০০ ঘটিকায় থেকে মেয়েটিকে উদ্ধারের অভিযান শুরু করেন।একটি বন্ধ মোবাইল নাম্বার,সর্বশেষ মোবাইল লোকেশন ও মহিপুর থানার কুয়াকাটা পর্যটন এলাকার হাজার-হাজার পর্যটক ও শত-শত হোটেল। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার,অফিসার-ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টায় ০৩ ঘন্টা ৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়।

ভিকটিম জান্নাতিন নাইম (১৭) কে যশোর কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট অফিসারের নিকট হস্তান্তর করা হয়।

আরও খবর

Sponsered content