প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আন্দোলন,বিক্ষোভ বা সংঘর্ষের মধ্যেই সাংবাদিকদের কাজের প্রকৃত চ্যালেঞ্জ শুরু হয়।এখানে কোনো স্ক্রিপ্ট কাজ করে না—সবকিছুই নির্ভর করে অভিজ্ঞতার ওপর।
মাঠে দাঁড়িয়ে সাংবাদিকদের মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়: কোথায় দাঁড়াবেন,কার পাশে থাকবেন,কখন ফুটেজ নিবেন আর কখন নিবেন না।এই সিদ্ধান্তগুলোর সঙ্গে যুক্ত থাকে ঝুঁকি,নিরাপত্তা ও দায়িত্বের ভার।

বিশেষজ্ঞরা মনে করেন,মাঠে সাংবাদিকতা মানে শুধু খবর দেওয়া নয়,বরং বিপদ এবং দায়িত্বের ভার সামলে মুহূর্তের সঠিক বিচারও নেওয়া।

















