অপরাধ-আইন-আদালত

মাই টিভি লিমিটেড দীর্ঘ ১৬ বছর ধরে জবরদখল করে রেখেছিল নাসির উদ্দিন সাথী

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৬:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পতিত স্বৈরচারের আশ্রায় দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের সর্বোচ্চ পদ থেকে শুরু করে বাংলাদের সর্বক্ষেত্রে চাঁদাবাজি,দখল বাজি ও কমিশন বানিজ্যের সেরা স্থান দখল করেছিল।তাদরে তালিকা মধ্যে নাসির উদ্দিস সাথী একজন । ৫ই আগষ্ঠ ২০২৪ পরে তারা বাংলাদের মাটি তাদের প্রধান বিতারিত হলেও তাদের দেসরা পালিয়ে দেশের ভিতরে অস্থিতিশীল করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছেন ।

বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি লিমিটেড দীর্ঘ ১৬ বছর ধরে জবরদখল করে রেখেছিল নাসির উদ্দিন সাথী।

মাই টিভির কর্ণধার ও প্রতিষ্ঠাতা বিলকিস জাহান বলেন, চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই স্বৈরাচারী কায়দায় নাসির উদ্দিন সাথী অবৈধভাবে এটি দখল করে নেন।

এক যৌথ বিবৃতিতে বিলকিস জাহান ও সাংবাদিক মোহাম্মদ আলম বলেন,নাসির উদ্দিন সাথী চক্রান্তমূলকভাবে প্রকৃত মালিক বিলকিস জাহানকে কিডন্যাপের মতো ঘৃণ্য অপরাধ করে জিম্মি করে চ্যানেলের মালিকানা দাবি করেন।এটি শুধু একটি মিডিয়া হাউসের ওপর নয়,বরং পুরো গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

নাসির উদ্দিন সাথী ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধভাবে মালিকানা ভোগ করেছে,যা বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

বিলকিস জাহান এই ঘৃণ্যতম অপরাধের সঠিক তদন্ত দাবি করেন এবং নাসির উদ্দিন সাথী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করার আহ্বান জানান।

তিনি বলেন,প্রকৃত মালিকানা যাচাই করে মাই টিভি তার ন্যায্য মালিকের কাছে ফেরত দেওয়া হোক এবং মিডিয়াজগতে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সরকারকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিশেষে,সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসী,গণমাধ্যম ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content