রাজনীতি

রাজনীতিতে ‘দালাল শ্রেণি’ ও ‘মাইনাস ফোর’ তত্ত্ব ঘিরে নতুন বিতর্ক

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৬:১৭:০২ প্রিন্ট সংস্করণ

রাজনীতিতে ‘দালাল শ্রেণি’ ও ‘মাইনাস ফোর’ তত্ত্ব ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের রাজনীতিতে ‘দালাল শ্রেণি’, বিদেশি প্রভাব এবং শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথিত পরিকল্পনা—যা অনেকে ‘মাইনাস ফোর’ তত্ত্ব নামে আখ্যা দিচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে।

একাধিক রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যে দাবি করা হচ্ছে,ইতিহাসের ধারাবাহিকতায় একটি বিশেষ শ্রেণি ধর্মীয় আবেগ ও মধ্যস্বত্বভোগী রাজনীতিকে পুঁজি করে রাষ্ট্র ও সমাজ কাঠামোকে প্রভাবিত করে আসছে। এসব বক্তব্যে বলা হয়,১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের সময় যেমন একটি অংশ ব্রিটিশ শাসনের পক্ষে অবস্থান নিয়েছিল, তেমনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও আলবদর,আলশামস ও রাজাকার বাহিনীর মাধ্যমে স্বাধীনতার বিরোধিতা করা হয়েছিল।

‘দালাল শ্রেণি’ ও উত্তরাধিকার বিতর্ক

সাম্প্রতিক বক্তব্যগুলোতে আরও দাবি করা হচ্ছে, ঐতিহাসিকভাবে বিতর্কিত ওই শ্রেণির উত্তরসূরিরাই নাকি সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ছদ্মবেশে সক্রিয় রয়েছে।জুলাই–আগস্ট ২০২৪ সময়কালের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে কিছু মন্তব্যে বলা হয়েছে,সাধারণ জনগণকে বিভ্রান্ত করে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো দুর্বল করার চেষ্টা হয়েছে।যদিও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ তদন্ত বা প্রামাণ্য তথ্য প্রকাশ হয়নি।

শীর্ষ নেতৃত্ব ও বিদেশি প্রভাব প্রসঙ্গ

রাজনৈতিক অঙ্গনে আলোচনার আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বর্তমান অবস্থান।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন,তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে সক্রিয় রাজনীতিতে নেই।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।

এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মন্তব্যে অভিযোগ তোলা হয়েছে,দেশের রাজনৈতিক নেতৃত্বকে মাঠের বাইরে রাখতে বিদেশি শক্তির প্রভাব রয়েছে।বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ও বলেছিলেন, দেশের বড় দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনতে ‘বিদেশ থেকে একটি খেলা চলছে’—যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দেয়।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ও আশঙ্কা

সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও নানা ধরনের দাবি ও আশঙ্কা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিছু পোস্ট ও মন্তব্যে এমনকি তার মৃত্যুকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও বলা হয়েছে।তবে সংশ্লিষ্ট পরিবার, চিকিৎসক বা রাষ্ট্রীয় কোনো সংস্থা থেকে এ ধরনের অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এ ধরনের গুজব পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

বিশেষজ্ঞদের সতর্কতা

রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাস,ধর্ম ও বিদেশি ষড়যন্ত্রের ভাষা ব্যবহার করে রাজনৈতিক মতাদর্শ তুলে ধরা নতুন নয়,তবে যাচাই ছাড়া গুরুতর অভিযোগ প্রচার গণতান্ত্রিক পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তারা দায়িত্বশীল বক্তব্য,তথ্যভিত্তিক আলোচনা এবং প্রাতিষ্ঠানিক রাজনীতিতে ফেরার ওপর জোর দিচ্ছেন।

বর্তমান বাস্তবতায় দেশের রাজনীতি কোন পথে এগোবে—তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের সচেতন ভূমিকার ওপর—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

Sponsered content