অপরাধ-আইন-আদালত

মহিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ

0Shares

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করা হয়েছে। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়।এ ঘটনায় মহিপুর থানা যুবলীগের সহ-সভাপতি মো.আলামিন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ৫৫ জনের নামে থানায় একটি মামলা করেছে।

পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে তিন বিএনপি নেতাকে আটক করে। তারা হলেন-কুয়াকাটা পৌর কৃষকদলের আহ্বায়ক আলি হোসেন খোন্দকার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম বাচ্চু ও পৌর বিএনপি নেতা শের আলম।

আটককৃত তিনজনকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আকন জানান, বুধবার রাত দশটার দিকে আমরা অফিস তালাবদ্ধ রেখে চলে যাই। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ বেশ কিছু ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। জামায়াত-বিএনপি এ ঘটনা সংঘটিত করতে পারে বলে তিনি অভিযোগ করেন।

মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares