সারাদেশ

মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে-ডিএনসিসি,মেয়র,আতিকুল ইসলাম

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৬:১৬:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন,মহাখালী বাস টার্মিনালকে গ্রামভাটুলিয়া ও গাবতলী বাস টার্মিনালকে হেমায়েতপুরে সরিয়ে নেয়া হবে।

নগর ভবনে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন আতিকুল
শনিবার (১৩ মে) রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মেয়র আতিকুল বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে শহরের ভেতর থেকে বাস টার্মিনাল সরিয়ে নেয়ার কাজ চলছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলমান আছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

আতিকুল বলেন, আমরা চলতি বছরে পরিবেশ সুরক্ষায় নগর পরিবহনে ১০০টি ইলেকট্রিক বাস চালু করতে যাচ্ছি। ইলেকট্রনিক বাসের রোড ম্যাপ নির্ধারণে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছি। ২টি ইলেকট্রিক বাস ডিএনসিসির অর্থায়নে কেনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঢাকার রাস্তায় যানজট নিরসনে ৫টি স্কুল বাস চালু করা হবে মন্তব্য করে তিনি বলেন, আগস্ট মাসে একটি স্কুল বাস পরীক্ষামূলকভাবে চালু হবে৷ যদি সফলতা পাই তাহলে ধাপে ধাপে আমরা সবগুলো স্কুলে স্কুল বাস দেবো। কেননা, বেশিরভাগ স্কুলের বাচ্চাদের জন্য আলাদা আলাদা গাড়ি এসে যানজট সৃষ্টি করে। এতে অনেকাংশে যানজট কমে আসবে।

আরও খবর

Sponsered content