জাতীয়

মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন পাপন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৪ , ৫:০৭:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনে  তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।তারই অংশ হিসেবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেয়া হচ্ছে।

 

২০১২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হাসান পাপন।এরপর দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।টানা চতুর্থ মেয়াদে তিনি এই দায়িত্বে রয়েছেন।এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি।কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হন পাপন।

 

 

আরও খবর

Sponsered content