অপরাধ-আইন-আদালত

মধ্যরাতে শ্যালিকার সঙ্গে ভগ্নিপতিকে আপত্তিকর অবস্থায় একঘরে হাতেনাতে আটক

  প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ২:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।ঢাকার ধামরাইয়ে মধ্যরাতে শ্যালিকার সঙ্গে ভগ্নিপতিকে আপত্তিকর অবস্থায় একঘরে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

রোববার রাতে পশ্চিম নান্দেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ওই ওয়ার্ডের মেম্বারের নেতৃত্বে সালিশবৈঠকের আয়োজন করা হয়।সেখানে দুই লাখ টাকায় মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিয়ে না দেওয়ায় আত্মহত্যার হুমকি দেন শ্যালিকা। ফলে সালিশ ভেস্তে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,শুক্রবার মাঝরাতে দুলাভাইয়ের ঘরে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।আটক ভগ্নিপতি প্রায় সাত বছর আগে ভুক্তভোগীর ফুফাতো বোনকে বিয়ে করেন।

বেশ কিছু দিন ধরে শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন দুলাভাই।এর আগেও দুবার তারা একসঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন।তবে তাদের ছেড়ে দেওয়া হয়।

একই অপরাধ বারবার করার কারণে স্থানীয় লোকজন ওঁৎ পেতে থেকে তাদের হাতেনাতে ধরে ফেলেন।

এ বিষয়ে ভগ্নিপতি জানিয়েছেন,আমার শ্যালিকার সঙ্গে সখ্য দীর্ঘদিন ধরে।আমি তাকে বিয়ে করতে চাই।অথচ স্থানীয়রা বিয়ে দিতে চান না।উল্টো আমাকে জরিমানা করেছেন।

এদিকে ওই তরুণী জানিয়েছেন,আমার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব।এর জন্য দায়ী করব স্থানীয়দের।বিশেষ করে মেম্বারকে।

আরও খবর

Sponsered content