প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৪:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ
ভোলা, প্রতিনিধি।।ভোলা-১ (১১৫) জাতীয় সংসদ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে অথরাইজেশন প্রদান করেছেন।

আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রিটার্নিং অফিসার বরাবর দাখিলকৃত এক লিখিত আবেদনে তিনি এ অনুমোদন দেন। আবেদনে উল্লেখ করা হয়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য অ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেতকে তার পক্ষে ক্ষমতা প্রদান করা হয়েছে।
অথরাইজেশনপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেত ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দাখিলসহ সংশ্লিষ্ট সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
লিখিত আবেদনে গোলাম নবী আলমগীর বলেন,নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য,গোলাম নবী আলমগীর ভোলা সদর উপজেলার মহাজন পট্টি এলাকার বাসিন্দা।তিনি ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
















