সারাদেশ

ভোলায় বিধবা নারীর ন্যায্য অধিকার আদায়ের লড়াই

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ১০:০৪:২৫ প্রিন্ট সংস্করণ

ভোলা জেলা প্রতিনিধি।।ভোলা জেলা থেকে শিরিনা বেগম নামের এক বিধবা নারী স্বামীর বাড়িতে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য এগিয়ে এসেছেন।চার বছর আগে স্বামী মৃত্যুর পর এক ছয় বছরের সন্তানকে নিয়ে তিনি জীবনযাত্রার লড়াই চালাচ্ছিলেন।

শিরিনা জানান,ফিজিওথেরাপিতে চাকরির সুবাদে পরিচয় হয় গার্মেন্টসের এক যুবকের সঙ্গে।পরে “পরিবার বিধবা মেয়ে মেনে নিবে না” অজুহাতে পরিবারের অবগতির বাইরে ৪০ লাখ টাকায় কাবিনে বিয়ে সম্পন্ন হয়।

দেড় মাস ঢাকার লালবাগে একসঙ্গে সংসার করার পরই স্বামী টালবাহানা শুরু করেন।গত তিন মাস ধরে তিনি বাসা ভাড়া দিচ্ছেন না এবং শিরিনার অসুস্থতার চিকিৎসার খরচও দিচ্ছেন না।

আজ ভোর ৬টায় শিরিনা তার স্বামীর আইডি কার্ড ও কাবিননামা নিয়ে স্বামীর গ্রামের বাড়িতে উপস্থিত হন,সঙ্গে ছিলেন তার মা।

শিরিনা বিধবা এবং এক সন্তানের মা।বর্তমান স্বামী তাকে অবিবাহিত বা পরিবারের একমাত্র ছেলে হিসেবে পরিচয় দিয়ে গোপনে বিয়ে করেছেন।৪০ লাখ টাকার কাবিননামা থাকা সত্ত্বেও,বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী ভরণপোষণ বন্ধ করেছেন।

স্থানীয়রা মনে করছেন,পারিবারিক স্বীকৃতি ছাড়া গোপনে বা আবেগের বশবর্তী হয়ে করা বিয়ে মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে শিরিনার ন্যায্য অধিকার ফেরত পেতে সহায়তা আশা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content