রাজনীতি

ভোট দেয়নি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

  প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ১:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি॥ বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ‌’বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ২০২৩’ এ ভোট দেয়নি।সরকারী বরিশাল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আনোয়ার হোসেন দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আ”লীগ দলের মনোনয়ন না পাওয়ার পরই ঢাকা থেকে বরিশালে আসেননি।দলীয়ভাবে মনোনয়ন পায় তার আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।এ নিয়ে সাদেক সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।

পরে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পিতা আবুল হাসানাত আব্দুল্লাহ তার ভাই খোকন সেরনিয়াবাত সকল আ”লীগ নেতা কর্মীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।এ সময় অধিকাংশ নগরবাসীর ধারণা ছিল নির্বাচনের দিন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল এসে নৌকায় ভোট দিয়ে তার চাচাকে উৎসাহিত করবে।কিন্তু শেষ পর্যন্ত নাগরিক দায়িত্বটুকু পালন করলেন না সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরও খবর

Sponsered content