অপরাধ-আইন-আদালত

ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণঃ-পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৬:০৮:৪৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন,ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে অধিক হারে জন্ম দায়ী নয়,বরং পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত। খবর টাইমস অব ইন্ডিয়ার

শুক্রবার (১০ অক্টোবর) দিল্লিতে এক অনুষ্ঠানে ‘অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

১৯৫১ সাল থেকে ২০১১ সালের তথ্য উদ্ধৃত করে তিনি জনসংখ্যার ভারসাম্যহীনতাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন।

অমিত শাহ দাবি করেন,কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করছে।এটি একটি জাতীয় সমস্যা,যা গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন তোলেন বলেন,’যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করে এবং জেলা প্রশাসন তাদের সনাক্ত করতে ব্যর্থ হয়,তাহলে কীভাবে অনুপ্রবেশ বন্ধ করা যাবে? যখন কোনো ব্যক্তি শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বুঝতে পারে না,তখন তারা নিজের আত্মার সঙ্গে প্রতারণা করছে।’

শাহ বলেন, আসামে ২০১১ সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল ২৯.৬ শতাংশ। অনুপ্রবেশ ছাড়া এটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই বৃদ্ধির হার ৪০ শতাংশ এবং বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় এটি ৭০ শতাংশে পৌঁছেছে। এটি স্পষ্ট প্রমাণ যে, অতীতে অনুপ্রবেশ ঘটেছে।

ভারতের এই মন্ত্রী আরও বলেন, ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ।

আরও খবর

Sponsered content

শেখ হাসিনা ও ইনুর অডিও কথোপকথনে স্পষ্ট ‘কারফিউ হবে-কিন্তু গুলি হবে না’ বলা আছে-আইনজীবী মনসুরুল হক চৌধুরী

ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন হয়, তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন-ভূমিমন্ত্রী

এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বিদ্যুতের লোডশেডিং হতে পারে-বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়

স্ত্রীর করা অভিযোগকে তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্র দাবি করে আল আমিন

তিন বছরে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার সহ অঢেল সম্পদের মালিক মতিউর রহমানের বান্ধবী আরজিনা খাতুন

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না-শিক্ষামন্ত্রী, ডা. দীপু মনি