প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৩:০৫:০৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।ভারতের হায়দ্রাবাদের রাইদুরগাম থানার সীমানার অধীনে মালকাম চেরুভু এলাকার কুতুব শাহী মসজিদে অজ্ঞাত অনুপ্রবেশকারীরা সীমানা ক্ষতিগ্রস্ত করেছে এবং জোর করে একটি মূর্তি স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল রবিবার সকালে মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সীমানার মধ্যে একদল লোককে প্রতিমা স্থাপন ও পূজা করতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের খবর দেন।
এদিকে সীমানায় ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে এলাকায় পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়। ওয়াকফ বোর্ড টাস্কফোর্সের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‘মসজিদের পেছনের অংশের সীমানাটি একদল লোক ক্ষতিগ্রস্ত করেছে এবং পূজার অনুষ্ঠান করে, আমরা ওয়াকফ বোর্ড এবং রাজস্ব বিভাগের কাছে জমি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাই’ বলেছেন মসজিদ-ই-কুতুব শাহীর সভাপতি আমানুল্লাহ খান।
ইতিমধ্যে ঘটনাস্থলে একটি পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে এবং রায়দুরগাম পুলিশ একটি মামলা দায়ের করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।












