আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ৬৬ হাজার রুপি বেতন পান

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৪:১১:০৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন। বাংলাদেশ সময় রোববার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ।

অনেকের মনে এমন প্রশ্ন জাগে যে ভারতের প্রধানমন্ত্রীর মাসিক বেতন কত এবং এর সঙ্গে তারা আর কী কী বাড়তি সুবিধা পেয়ে থাকেন- আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়,ভারতের প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ৬৬ হাজার রুপি বেতন পান।এর পাশাপাশি তিনি স্টাফ স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) একজন সদস্য পান,যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন।

বিভিন্ন স্থানে সফরের জন্য একটি বিশেষ প্লেন (এয়ার ইন্ডিয়া ওয়ান) পান ভারতের প্রধানমন্ত্রী।

এছাড়া,রেসকোর্স রোডের সরকারি বাসভবনে বসবাসের সুবিধা পান তিনি।

আরও খবর

Sponsered content