জাতীয়

ভারতের এজেন্ট খলিলুর স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে: দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও বাংলাদেশ

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যে,সরকারের কিছু অংশ দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।নুরুল কবির জানিয়েছেন, সরকারের ভেতরের একটি অংশ ভারতের এজেন্ট খলিলুর রহমানকে সমর্থন করছে।এই একই ব্যক্তি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসে,তাহলে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মারাত্মক অসংগতি ও মতভেদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় “টক অব দ্য টাউন” হিসেবে পরিচিত খলিলুর রহমানের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার প্রচেষ্টা এখন রাজনীতিতে উদ্বেগ সৃষ্টি করেছে।বিশেষজ্ঞদের মতে,গত বৃহস্পতিবারের সহিংসতার দায় জেনারেল জাহাঙ্গীরের ওপর চাপিয়ে এবং খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার হয়তো নিজের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে।

তবে এই পদমর্যাদার সম্ভাব্য নিয়োগে দুটি গুরুতর ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে:

১. নির্বাচনকালীন আইন-শৃঙ্খলার ওপর প্রভাব:নির্বাচনকালীন দায়িত্বে থাকা বাহিনীসমূহের মধ্যে খলিলুরের সমর্থকতা না থাকায় সমন্বয়হীনতা এবং মতবিরোধ তৈরি হতে পারে।

২. দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থের ক্ষতি:খলিলুর রহমান এর আগে ইন্ডিয়ার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারতে সফর করেছিলেন।এরপর দেশে ফেরার পর গুপ্ত হত্যাকাণ্ড,অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি এবং অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে।

এছাড়া,বিএনপি ও গণতান্ত্রিক শক্তির জন্য ঝুঁকিও বেশি। খলিলুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বগ্রহণ মানে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাবশালী দলের হাতেই ক্ষমতার কেন্দ্রীকরণ।জানা যায়,তার সহযোগী হিসেবে থাকবেন মুস্তাইন জহীর,নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন,গৌতম দাস ও গফুর বা ফমা।তাদের পরিকল্পনা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা বাড়াতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,এমন এক সময়ে খলিলুর ও তার দলের অবস্থান পুনর্গঠন দেশীয় স্বার্থের জন্য বিপজ্জনক হতে পারে,যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী উদ্বেগ রয়েছে।

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। নির্বাচনকালীন নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের দায়িত্ব সরকারের ওপর থাকা সত্ত্বেও,এমন নিয়োগ দেশীয় স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা: সম্ভাবনা ও আইনি-বৈধতার প্রশ্ন

ক্ষমতার অদৃশ্য যুদ্ধ: তারেক রহমানের এসএসএফ নিরাপত্তা, খলিলুর রহমানকে আটকাল সেনাবাহিনী

সব দলের অংশগ্রহণে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান-যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চিঠি

কক্সবাজারে সংঘবদ্ধ প্রতারক চক্র: অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা ঝুঁকির মুখে

ভারতের এজেন্ট খলিলুর স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে: দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও বাংলাদেশ

কোটি টাকা চাঁদা, চাকরিচ্যুতির আল্টিমেটাম ও অগ্নিসংযোগের হুমকিঃ-স্বাধীন গণমাধ্যমের ওপর সন্ত্রাসী চাপ?