রাজনীতি

ভয় পাবেন না-ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন-আনোয়ার হোসেন মঞ্জু

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ৪:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি।।পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় পিরোজপুর-২ আসনের প্রার্থী ও জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘ভয় পাবেন না।ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন।ওখানে আমার কোনো দুঃখও নেই।আমার কোনো উপদেশও নেই।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় তিনি বলেন,আমি আপনাদের কাছে (কখনোই) ভোট চাইনি,চাইবো না।’

এ সময় নৌকার পক্ষে আত্মত্যাগের কথা জানিয়ে তিনি বারবার শেখ হাসিনাকে ভোট দিতে স্থানীয়দের অনুরোধ করেন এবং বলেন,আমি কত স্যাক্রিফাইস করছি দেখেন,নৌকার জন্য লড়ছি।নৌকায় ভোট দিলে কে পাবে?শেখ হাসিনা পাবে। আপনারা আমাকে ভোট না দিয়ে শেখ হাসিনাকে ভোট দিন।’

নেছারাবাদে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আনোয়ার হোসেন মঞ্জুর আগমনকে ঘিরে এলাকায় বয়ে গেছে আনন্দের বন্যা।সকালে তাকে ঘিরে এই উচ্ছ্বাস প্রকাশ করতে মোড়ে মোড়ে আনন্দ মিছিল বের করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সভায় আনোয়ার হোসেন মঞ্জু যখন বক্তব্য দিচ্ছিলেন সেই সময়ও শেখ হাসিনার পক্ষে একের পর এত স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা।

এর আগে গতকাল সোমবার সকাল নয়টায় ধানমন্ডির বাসভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন আনোয়ার হোসেন মঞ্জু।এদিন দুপুরে টুঙ্গিপাড়ায় উপস্থিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও দোয়া-মোনাজাতে শামিল হন তিনি।দুপুর একটায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এবং দুপুর আড়াইটায় ভান্ডারিয়ার বাসভবনে উপস্থিত হন এই প্রার্থী।

আরও খবর

Sponsered content