জাতীয়

ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদল পাঁচদিনের সফরে বাংলাদেশ আসছেন

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ৩:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) পাঁচদিনের সফরে বাংলাদেশ আসছেন।কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তারা।

শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়,শ‌নিবার ব্রিটিশ পার্লামেন্টে চার সদস্য বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন।এদের ম‌ধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও থাক‌বেন।তারা রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন।তাদের সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎও চাওয়া হ‌য়ে‌ছে।এগু‌লো এখনও চূড়ান্ত হয়‌নি।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন।পার্লামেন্টের সদস্যদের সম্মানে বা‌ণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা র‌য়ে‌ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

“বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

নির্বাচনী ডিউটির সীমা লঙ্ঘনের অভিযোগ: ভোলা–বরিশালে কোস্টগার্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রশ্নে আইনি বৈধতা