প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ১০:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি।এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আজ মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে দলটি।

বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।যদিও সম্ভাবনার কথা থাকলেও জোট সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি দল থেকে মনোনয়ন পাননি।
মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন।তিনি বলেন,
> “দল থেকে মনোনয়ন না পেলেও আমি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করব।আশা করি,অত্র এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমে দেবেন।”
যে প্রশ্ন তুলা হয় যে,সমঝোতার বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করলে দলের কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে কি না,রুমিন ফারহানা জানান,
> “মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো।দু’একদিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করবো।স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা পরে দেখা যাবে।আশা করি এটা আমার সঙ্গে হবে না।”
এভাবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন,দলীয় সমঝোতার বাইরে গিয়েও নিজের ইচ্ছা ও স্থানীয় জনগণের সমর্থনের ওপর ভর করে নির্বাচনে অংশ নেবেন।
















