অর্থনীতি

ব্যাংক যে দরে ডলার কিনবে সর্বোচ্চ এক টাকা বেশিতে তা বিক্রি করতে পারবে-কেন্দ্রীয় ব্যাংক

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ২:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক যে দরে ডলার কিনবে সর্বোচ্চ এক টাকা বেশিতে তা বিক্রি করতে পারবে। ডলার দর ও বাজার যাতে অস্থিতিশীল না হয় সে কারণে ডলার কেনাবেচার মধ্যে সর্বোচ্চ একটা স্প্রেড থাকবে।

একইসঙ্গে বিদেশি মুদ্রার দর ব্যাংকের ডিসপ্লে পর্দায় দেখাতেও নির্দেশনা দেয়া হয়েছে।এছাড়া প্রতিদিনের দর সব ব্যাংকের ওয়েবসাইটের একদম উপরে প্রদর্শন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য নিয়মিত পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংকে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৩১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ডলারসহ বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে। সেদিন এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়,চলতি বছরের ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করবে।এক লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ছকে এসব তথ্য জানাতে হবে।

আগামী ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে এই ভিত্তিমূল্য প্রকাশ করা হবে।এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপবিষয়ক একটি নীতিমালাও প্রকাশ করবে।

ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক রাখতে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে,যাতে বাজারভিত্তিক দামের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রার বাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে

আরও খবর

Sponsered content