অপরাধ-আইন-আদালত

বোরহানউদ্দিনে বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ৬:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

বোরহানউদ্দিন প্রতিনিধি।।বিদেশে পাঠানোর কথা বলে মোঃ রাকিব (২৭) পিতা- বশির আহমেদ, কুতুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ড, এর কাছ থেকে ৩ লাখ টাকা বিদেশ পাঠানোর নাম করে হাতিয়ে নেন একই এলাকার মৃত জালাল আহমেদের ছেলে মোঃ সিদ্দিক।

বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিক এর বিরুদ্ধে।

মোঃ রাকিব বলেন- আমাকে ও আমার ভাইকে কানাডা পাঠানোর চুক্তিতে বিগত ৮ মাস পূর্বে ৩ লাখ টাকা নেয়। বাকি টাকা বিদেশ যাওয়ার পরে নিবে বলিয়া চুক্তি হয়। অভিযুক্ত সিদ্দিক আদোও বিদেশ পাঠাতে পারে নাই। অভিযুক্ত সিদ্দিককে ভিসার বিষয়ে জিজ্ঞেস করলে আজ কাল করিয়া ঘুরাইতে থাকে। পরবর্তী জানতে পারি আরও অন্যান্য লোকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে প্রায় ২০ লাখ টাকার মতো হাতিয়ে নেন। গত কয়েক দিন আগে স্থানীয় পর্যায়ে বসে মিমাংসার চেষ্টা করি, তাহাতেও সিদ্দিক কারো মিমাংসা মানে না। ২০-০৩-২০২৩ তারিখে পাওনা ৩ লাখ টাকা চাইতে গেলে উল্টো আমাদেরকে বলে কিসের টাকা পাবো এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে বলে। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে তাদের পরামর্শ অনুযায়ী বোরহানউদ্দিন থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি ইনচার্জ মনির হোসেন মিয়া জানান – অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখছি, সে তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content