প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বৈধ ও মালিকানাধীন জমির বিএস রেকর্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্তের নাম গোলাম মাওলা ওরফে শাওন,যিনি বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক মিয়া (সাবেক চেয়ারম্যান,১নং গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ, বোরহানউদ্দিন,ভোলা) বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা মৌজার বর্তমান বিএস খতিয়ানভুক্ত ০৩ একর ৮৬ শতাংশ জমির মালিকানা আইনগতভাবে বৈধ ও ওয়ারিশদের নামে বিদ্যমান। উক্ত জমির ৪২(ক) মামলা নং-৪২৬/২২ অনুযায়ী রেকর্ড হালনাগাদ করে দেওয়ার কথা বলে অভিযুক্ত গোলাম মাওলা ওরফে শাওন গত ২৩ মে ২০২৩ ইং তারিখে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস এলাকায় ভুক্তভোগীর কাছ থেকে মোট ৬ লাখ টাকা গ্রহণ করেন।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়,অভিযুক্ত নিজেকে ভূমি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বলে পরিচয় দিয়ে দ্রুত রেকর্ড সম্পন্ন করে দেওয়ার নিশ্চয়তা দেন। পরবর্তীতে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির কথা বলে কাজটি ঝুলিয়ে রাখেন।
দীর্ঘ সময় পার হলেও কোনো কাজ না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত একের পর এক তারিখ দিতে থাকেন।এমনকি একাধিকবার সরাসরি সাক্ষাতের পরও টাকা ফেরত দেননি।বর্তমানে ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত ঢাকায় অবস্থানের কথা জানিয়ে অসদাচরণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান,“অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী আরও জানান,তিনি বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার,জেলা পুলিশ সুপার বরিশাল এবং পিবিআই-এর ডিআইজি বরাবরও লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক মিয়া দ্রুত তার আত্মসাৎ হওয়া অর্থ ফেরতসহ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।














