জাতীয়

বুধবার বিকেল চারটায় সিইসির ভাষণ রেকর্ড-তফশিল কবে?

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে আজ বুধবার বিকেল চারটায়।

দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।তবে নির্বাচনের তফসিল ঘোষণা কখন হবে,তা তিনি জানাননি।

ইসি সচিব বলেন,ভাষণ রেকর্ডের আগে নির্বাচন কমিশন একটি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।সিদ্ধান্ত জানার পর তিনি তা সাংবাদিকদের জানাবেন।

সাধারণত বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান,জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content