প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৫:৪৮:৪১ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর তানোর উপজেলার শিবনদীর বিলকুমারী বিলের কাদা পানিতে সাত কেজি ওজনের একটি বোয়াল মাছ পাওয়া গেছে।আজ রোববার সকালে উপজেলার বিলকুমারী বিলে মাছটি পেয়েছেন তানোর পৌর এলাকার জিওল গ্রামের শমতুল্লা নামের এক কৃষক।মাছটির বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিদিনের মতো সকালে শমতুল্লা বিলকুমারী বিলে হাঁসের খাদ্য হিসেবে শামুক কুড়াতে যান।এ সময়ে পানিশূন্য হয়ে মরতে বসা এ বিলের ধারে কাদা পানিতে দেখতে পান একটি বোয়াল মাছ।পরে মাছটি ধরে বাড়িতে নিয়ে যান ওই কৃষক।
স্থানীয় যুবক শাকিল ও নাজমুল বলেন,বিলকুমারী বিল নাব্যতা সংকটে দিন দিন পানি শুকিয়ে যাচ্ছে।ফলে কাদা পানিতেই মাছ পাওয়া যাচ্ছে।গ্রামের শমতুল্লা নামে ওই কৃষক যে বোয়াল মাছটি পেয়েছেন,তা তিনি (শমতুল্লা) বাড়িতে নিয়ে গেছেন।
কৃষক শমতুল্লা বলেন,সকালে শামুক কুড়াতে বিলে এসে কাদা পানিতে গিয়ে দেখি,একটি বোয়াল মাছ।মাছটি ধরে বাড়িতে নিয়ে আসি।খুব আনন্দ লাগছে।মাছটি বিক্রি করব না। পরিবারের সবাই মিলে আনন্দ করে খাব।
উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন,শিবনদীর বিলকুমারী বিলে বিভিন্ন স্থানে মাঝে-মধ্যেই বোয়াল মাছ ধরা পড়ছে।আজ কাদা পানিতেই একটি বোয়াল মাছ পাওয়া গেছে।












