অপরাধ-আইন-আদালত

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এএসআই বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৬:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মামলা অভিযোগ করেছেন এক তরুণী।

রোববার (১৮ জুন) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করা হয়।

ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন নালিশী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

নালিশি অভিযোগের বিবাদী এএসআই আল-আমিন বর্তমানে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব খানের ছেলে।বাদী তরুণী বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠি গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির নালিশী অভিযোগের বরাতে বলেন,আসামি আল-আমিন ২০১৯ সালে গৌরনদী থানায় কনস্টেবল পদে চাকুরি করেছে।ওই সময় ফেসবুকের মাধ্যমে পরিচয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এএসআই পদে পদোন্নতি পেয়ে আল-আমিন পটুয়াখালী চলে যান।

নালিশী অভিযোগে উল্লেখ করেছে,২০২২ সালের ৯ জুন ওই তরুণী প্রেমিক পুলিশের আহবানে বরিশাল নগরীর একটি পার্কে এসে দেখা করে।দিনভর পার্কে ঘুরে সন্ধ্যার পর নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল সী প্যালেসে ওঠে তারা। রাতভর সেখানে অবস্থান করে।এ সময় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে।পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় ওই তরুণী বরিশাল রেঞ্জের ডিআইজির কাছেও অভিযোগ দিয়েছে বলে নালিশিতে উল্লেখ করা করেছেন।

আরও খবর

Sponsered content