অপরাধ-আইন-আদালত

বিয়ের প্রলোভনে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত পুলিশ কনস্টেবল

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

বিয়ের প্রলোভনে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত পুলিশ কনস্টেবল

উজিরপুর প্রতিনিধি।।বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও বিচার না পাওয়ায় হতাশায় ভুগছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা যায়,নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত ছালাম মিয়ার মেয়ে মোসা. তাসলিমা আক্তার (সাথি) বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের আলামিনের সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে।তবে গত চার-পাঁচ বছর ধরে পারিবারিক কলহ চলছিল।

ভুক্তভোগীর অভিযোগ,ওই কলহের সুযোগ নিয়ে প্রায় দুই বছর আগে ভোলা জেলার আলিনগর ইউনিয়নের সাছিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং বাবুগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. শাহিন আজাদ (ব্যাচ নং–১১৩৯) মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আবাসিক হোটেল ও ঢাকাগামী লঞ্চের কেবিনে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক ও যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেন সাথি।

এ ঘটনায় বিষয়টি জানাজানি হলে স্বামী আলামিন তাকে তালাক দেন।সাথির ভাষ্য,শাহিন আজাদের কারণে তার সংসার ভেঙে গেছে এবং তিনি বর্তমানে তালাকপ্রাপ্ত।

ভুক্তভোগী আরও বলেন,অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও তিনি কোনো বিচার পাননি।এমনকি আদালতে মামলা দায়েরের পরও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিন আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে,অভিযুক্ত কনস্টেবলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী নারী।

আরও খবর

Sponsered content