জাতীয়

বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়া জন্য অনেকাংশে বাংলাদেশিরাই দায়ী-তৌহিদ হোসেন

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ৫:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়া জন্য অনেকাংশে বাংলাদেশিরাই দায়ী।এ বিষয়ে নিজেদের সংশোধন হওয়ার আহ্বান তিনি।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষ ও ব্যবসায়ীরাই দায়ী।এক্ষেত্রে সবার আগে আমাদের ঘর সামলাতে হবে।যেভাবে নিয়ম মেনে-না মেনে লোকজন যাচ্ছে তাতে সমস্যা তৈরি হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,‘সবার আগে আমাদের ঘর সামলাতে হবে।যেভাবে নিয়ম মেনে-না মেনে লোকজন যাচ্ছে বিদেশে যাচ্ছে তাতে সমস্যা তৈরি হচ্ছে।’

এ সময় মার্কিনিদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন।

বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো নির্বাচন বিষয়ে জানতে চাইলে সরকারের গৃহীত সিদ্ধান্ত তাদের জানানো হয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন,নির্বাচনের বিষয়ে বিদেশি বন্ধুরা জানতে চাইলে সরকারের সিদ্ধান্তই তাদের জানানো হয়।নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়।ডিসেম্বর থেকে জুনের মধ‍্যে নির্বাচন আশা করা যায় বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content