অপরাধ-আইন-আদালত

বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তীব্র ক্ষোভ:‘ভিকটিম কারাগারে,অপরাধী ঘরে’

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১:৩৭:০১ প্রিন্ট সংস্করণ

বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তীব্র ক্ষোভ:‘ভিকটিম কারাগারে,অপরাধী ঘরে’

নিজস্ব প্রতিবেদক।।দেশের বিচার ব্যবস্থা ও আইনের শাসন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক অধিকারকর্মী।সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন,> “ভিকটিম কারাগারে,আর অপরাধী ইউনুসের ঘরে—এটা বিচার নয়,এটা উপহাস। ছিঃ, ধিক্কার জানাই।”

তিনি অভিযোগ করেন,দেশের আইন ও আদালত শক্তিশালী পক্ষের প্রতি নমনীয় এবং দুর্বলদের ক্ষেত্রে কঠোর আচরণ করছে।তার ভাষায়,> “দেশের আইন-আদালতে কর্মরতদের আচরণে কাঠামোগত ত্রুটি রয়েছে।তারা শক্তির ভক্ত,নরমের যম।”

বক্তব্যে আরও বলা হয়েছে,বিচারিক প্রক্রিয়ায় সমতা ও ন্যায্যতা নিশ্চিত না হলে আইনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সাম্প্রতিক কয়েকটি মামলার কার্যক্রম জনমনে এই ধারণাকে জোরালো করছে যে, বিচারের মানদণ্ড সবার জন্য সমান নয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন,এ ধরনের অভিযোগ বিচার ব্যবস্থার প্রতি আস্থার সংকটকে সামনে আনে।তাদের মতে, বিচার বিভাগকে রাজনৈতিক ও প্রভাবমুক্ত রাখতে প্রক্রিয়াগত স্বচ্ছতা,জবাবদিহি এবং সাংবিধানিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি।

আরও খবর

Sponsered content