প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ১১:৪৫:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য ও বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

















