রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম মনোনীত

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ৪:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম মনোনীত

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাজিমুদ্দিন আলম।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও কার্যকর করতে নাজিমুদ্দিন আলম তাঁর সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিএনপি আশাবাদী।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়,বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content