আন্তর্জাতিক

বারাণসী থেকে জিতলেন-নরেন্দ্র মোদী

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৩:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে জিতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,তার প্রাপ্ত ভোট ছয় লাখ ৯২ হাজার ১৭০।

তার বিপরীতে লড়েন কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রায়। প্রধানমন্ত্রী মোদী তাকে এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটে পরাজিত করেছেন।

রায় পেয়েছেন চার লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তার প্রতিদ্বন্দ্বী তথা সমাজবাদী পার্টির শালিনী ইয়াদভকে হারিয়েছিলেন সাড়ে ছয় লাখেরও বেশি ভোটে।

লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।

বিজেপি হলো ভারতীয় জনতা পার্টি যারা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছে।

এনডিএ জোট বিজয়ী হলে বিজেপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসবেন।
গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।আজ ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

আরও খবর

Sponsered content