প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৪:৩৬:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।যাদের জরুরি প্রয়োজন তাঁদের কাছ থেকে বাড়তি ফি নিয়ে দ্রুততম সময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সড়ক পরিবহন আইনের বিধিমালায় বলা হয়েছে,শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির দুই মাসের আগে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।তবে বিদেশযাত্রা ও চাকরির আবেদনের জন্য কর্তৃপক্ষের অনুমোদনে এই সময়সীমা শিথিলের সুযোগ রাখা হয়েছে বিধিমালায়।এ যুক্তিতে ১০ হাজার টাকা ফি নিয়ে আগাম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় বিআরটিএ।
স্বাভাবিক প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্সের সাকুল্যে ফি সাড়ে তিন হাজার টাকা।তবে বিধিমালা সংশোধন ছাড়া বাড়তি ফি নির্ধারণ সঠিক হবে না বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ-বিষয়ক সভায় বিআরটিএর এই প্রস্তাব নিয়ে খাত-সংশ্লিষ্টদের মতামত আসে।
গত ২৭ ডিসেম্বর কার্যকর হওয়া সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর ৮ ধারায় বলা হয়েছে,শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দুই মাস অতিক্রান্ত না হলে কোনো প্রার্থী দক্ষতা যাচাই পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে না। তবে চাকরির আবেদন ও বিদেশ গমনের প্রয়োজনে প্রমাণ দাখিলসাপেক্ষে কর্তৃপক্ষ সময়সীমার এই বাধ্যবাধকতা শিথিল করতে পারবে।
এমনিতে ড্রাইভিং লাইসেন্স পেতে নানা ভোগান্তির অভিযোগ বহু দিনের। সবচেয়ে বিপাকে আছেন বিদেশগামীরা।











