সারাদেশ

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন।বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল সাতটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়,সোমবার কর্মস্থলে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।তিনি চলতি মাসের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান,অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বুধবার সকালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে,ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে।তাঁকে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও খবর

Sponsered content