রাজনীতি

বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৮জন নেতাকর্মী কারাগারে

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ৪:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির পদযাত্রার সময় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের মারামারির ঘটনায় দারুস সালাম থানার দুই মামলায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (১৯ জুলাই) আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন— মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এটিএম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।

এর আগে, গত মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির ১ দফা দাবির পদযাত্রা বাঙলা কলেজের সামনে গেলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।এসময় মোটরসাইকেল পোড়ানোসহ উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১১৮ জনের নামোল্লেখসহ ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

আরও খবর

Sponsered content