সারাদেশ

বাগেরহাটে বিশ্বকাপ খেলাকেন্দ্রীক ছুরিকাঘাতে নিহত-১

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ১০:১৬:০৩ প্রিন্ট সংস্করণ

0Shares

বাগেরহাট প্রতিনিধি।।বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় ছুরিকাঘা‌তে টুটুল হাওলাদার(১৭) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছেন।শুক্রবার (৯ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এলাকায় এই ঘটনা ঘ‌টে। নিহত টুটুল গুলিশাখালী গ্রা‌মের আব্দুল বারেক হাওলাদারের ছে‌লে।

প্রতক্ষদর্শীরা জানান,উপজেলার গু‌লিশাখালী এলাকায় এক‌টি দোকা‌নে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা চলাকালীন সময় একই এলাকার আলমগীর সমাদ্দা‌রের ছে‌লে বাকপ্রতিবন্ধী রু‌বেলের (২৮) সঙ্গে টুটুলের বাকবিতন্ডা হয়।একপর্যায়ে রু‌বেল প্রথমে লা‌ঠি ও প‌রে ছু‌রি দি‌য়ে টুটুলকে আঘাত ক‌রে।

পরে,স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা রায়হানা ফেরদৌসী দোলা টুটুলকে মৃত ঘোষণা করেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares