প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৩ , ৩:০৭:২৭ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।বরিশাল ৬(বাকেরগঞ্জ) দাসত্ব সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি বেগম নাসরিন জাহান রত্না আমিন জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় বারবার নির্বাচিত এমপি লাঙ্গল মার্কায় ভোট জয়যুক্ত করুন ৭ তারিখ সারাদিন লাঙ্গল মার্কায় ভোট দিন

বাকেরগঞ্জ কলসকাঠীতে জাতীয় পার্টির পেস্টেডিয়াম সদস্য এমপি নাসরিন জাহান রত্না আমিনের মেয়ে ব্যারিস্টার ফারহা ফিজা বিনতে আমিন ও তার স্বামী জনাব ফয়সাল কাদের,লিফলেট বিতরণ করেন লাঙ্গল মার্কার ভোট চায় কলসকাঠী জাতীয় পার্টির নেতা কর্মী নিয়ে,
উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির সদস্য বাছেদ হাওলাদার বাচ্চু উপজেলা মহিলা পার্টির সাধারন সম্পাদক সুমা বেগম,কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা আবদুল্লাহ আল আজাদ,উপজেলা ছাত্র সমাজ সাধারন সম্পাদক ফয়সাল মিয়াজি,পৌর ছাত্র সমাজের রাকিব খান,নিয়ামতি ছাত্র সমাজের শেখ মিজান,নুলয়া ছাত্র সমাজের ফাহাদ,ইউনুস খান কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মনির হাওলাদার সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ডের নাসির হাওলাদার, ওয়ার্ডের ২ নং ওয়ার্ড সভাপতি জাকির হাওলাদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার,ছাত্র সমাজের আলমাস, সোহাগ, কৃষক সমাজের সুমন হাওলাদার , জাহিদুল ইসলাম হৃদয় ।
উন্নয়নের মার্কা লাঙ্গল মার্কা সকলে মিলে ভোট চাইলেন কলসকাঠীতে প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্নার লাঙ্গল মার্কায় ভোট দিন ৭তারিখ সারাদিন না লাঙ্গল মার্কায় ভোট দিন,

















