প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৫ , ৬:০১:১৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ, ভারত,পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ,ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত এবং ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে,কিছু যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন,আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন।এই পরিস্থিতি মোকাবেলায়ই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

















