অর্থনীতি

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পুরো এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতি-এডিবি

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ , ৩:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম।এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত ‘২০২৫ বেসিক স্ট্যাটিস্টিকস’ প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।সর্বশেষ ২০২৪ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার,অর্থাৎ ৪৫ হাজার ৫০ কোটি ডলার।এই তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।অর্থনীতির আকার বিবেচনায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পুরো এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতি।এডিবির তালিকায় মোট ৪৬টি দেশের তথ্য প্রকাশ করা হলেও জাপান সেখানে অন্তর্ভুক্ত নয়।

এডিবির হিসাব অনুযায়ী,এশিয়ার বৃহত্তম অর্থনীতি হলো চীন, যার জিডিপির আকার ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ কোটি ডলার।দ্বিতীয় স্থানে রয়েছে ভারত,যার অর্থনীতির আকার ৩ লাখ ৯১ হাজার ১৪০ কোটি ডলার।এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া (১ লাখ ৮৬ হাজার ৯৫০ কোটি),ইন্দোনেশিয়া (১ লাখ ৩৯ হাজার ৬৩০ কোটি),তাইপে (৭৯ হাজার ৫৯০ কোটি), থাইল্যান্ড (৫৪ হাজার ৫০ কোটি),ভিয়েতনাম (৪৭ হাজার ৬৩০ কোটি) এবং ফিলিপাইন (৪৬ হাজার ১৪০ কোটি ডলার)।

আরও খবর

Sponsered content