স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: চ্যালেঞ্জ ও অগ্রগতি

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৮:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সংলাপে জানা গেছে,বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনও পূর্ণ প্রস্তুত নয়। প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়।দেশজুড়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশই সেবা প্রদানে সক্ষম নয়।

দেশে ১০,০০০ মানুষের জন্য মাত্র ৮.৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে,যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের তুলনায় অনেক কম। মানসম্মত প্রসবপূর্ব সেবা পাচ্ছেন ৪১ শতাংশ নারী,উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছেন যথাক্রমে ৩৪ ও ১৯ শতাংশ রোগী।

তবে যক্ষ্মা নিয়ন্ত্রণ ও শিশু টিকাদান কর্মসূচিতে সাফল্য ভালো; ৯৮ শতাংশ শিশু টিকা পেয়েছে এবং যক্ষ্মারোগীর চিকিৎসা সফলতার হার ৯৫ শতাংশ।
সংলাপে বক্তারা বলেন,শূন্য পদ পূরণ,রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সমন্বিত উদ্যোগ ছাড়া স্বাস্থ্য খাতে অগ্রগতি সম্ভব নয়। রোগ প্রতিরোধ,ফার্মেসি সেবা ও পুষ্টি বিষয়গুলোও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।

সংলাপ আয়োজন করেছে ইউনিসেফ,পিপিআরসি ও ইউএসসি ফোরাম,এবং এটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অগ্রগতি পর্যালোচনার দ্বিতীয় সংলাপ।

আরও খবর

Sponsered content